ঢাকা: ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে অহমদাবাদ বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। তবে অহমদাবাদ বিমানবন্দর বর্তমানে বন্ধ থাকায় তিনি বিকল্প কোনও উপায়ে অহমদাবাদে পৌঁছোবেন বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দেন তিনি। খবর আনন্দবাজার।
এছাড়া বিমান দুর্ঘটনার খবর পেয়েই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নায়ডু জানিয়েছেন, উদ্ধারকাজের উপর নজর রাখতে তিনি শীঘ্রই অহমদাবাদ পৌঁছোচ্ছেন।
দেশটির অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। এটি বোয়িং সংস্থার বি৭৮৭ ড্রিমলাইনার বিমান ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
তবে এখন পর্যন্ত দুর্ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবরণ পাওয়া যায়নি। ঘটনার পর উদ্ধার ও নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে মাটি থেকে ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।
পিএস/আইএ