ঢাকা: ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইট বৃহস্পতিবার উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন- যার মধ্যে ছিলেন দুই পাইলট, ১০ কেবিন ক্রু ও ২৩০ যাত্রী। এদের মধ্যে এক যাত্রী বাদে সবাই নিহত হন। বিমানটিতে থাকা ২৪২ জনের মধ্যে ২৬ জন ছিলেন আহমদাবাদের মুসলিম যাত্রী।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে টাটা গ্রুপ।
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রানওয়ের কাছে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়।
ভারতের তদন্তকারী দল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কারিগরি বিশেষজ্ঞদের সহায়তায় বিমান ব্যবস্থাপনা, উড্ডয়নের সময় কনফিগারেশন এবং জরুরি বার্তাবিনিময়ের দিকগুলো খতিয়ে দেখছে।
এয়ার ইন্ডিয়া প্রকাশিত যাত্রী তালিকা থেকে নিম্নোক্ত মুসলিম যাত্রীদের নাম নিশ্চিত করা হয়েছে, যদিও পাসপোর্টের বিস্তারিত গোপন রাখা হয়েছে।
ফাইজান রফিক, হালানি বদরুদ্দিন হাসান আলী, হালানি মালেকবেন রজব আলী, হালানি ইয়াসমিন বদরুদ্দিন, মাস্টার মোহাম্মদ আদনান, মিস্টার সাজেদাবেন সেলিম, নানাবাওয়া আকীল, নানাবাওয়া এস. (শিশু), পদারিয়া মারিয়াম ইনায়াত, পটেল সাহিল সেলিম ইব্রাহিম, সৈয়দ ইনায়াত আলী সৈয়েদ মিয়া,
সৈয়দ নাফিসাবানু ইনায়াত আলী, সৈয়দ তাসকিন ইনায়াত আলী, সৈয়দ ওয়াকিল আলী ইনায়াত আলী,
সৈয়দ আমানি আলী (শিশু), সৈয়দ জাভেদ আলী, সৈয়দ মারিয়াম জাভেদ আলী, সৈয়দ জায়ন আলী (শিশু), তাজুম আদম, তাজু হাসিনা আদম, তপেলিওয়ালা এস, ভোহরা ইয়াসমিন ইয়াসিন ভাই, ভোহরা জেড. (শিশু), শেঠওয়ালা এফ. (শিশু), ভোরা সালমাবেন রাজাকভাই, ভোরাজি হান্না ইব্রাহিম।
ভারতের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে সমন্বয় করে দাফনের প্রস্তুতি ও মানসিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এয়ার ইন্ডিয়া, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন এবং সরকার হটলাইন ও কাউন্সেলিং সেবা চালু করেছে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তদন্তে সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছেন। যুক্তরাজ্য থেকেও একটি কারিগরি দল পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর আহমদাবাদ থেকে বোয়িং ৭৮৭ বিমান চলাচল সাময়িক স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তা পরিদর্শকরা বিমান অপারেশনাল প্রটোকল, ফ্ল্যাপ পারফরম্যান্স, পাইলট প্রশিক্ষণ এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা পর্যালোচনা করছেন।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন
আইএ







































