• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ইরানের সাথে আলোচনায় প্রস্তুত তিন দেশ


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৫, ২০২৫, ০৩:৫১ পিএম
ইরানের সাথে আলোচনায় প্রস্তুত তিন দেশ

ঢাকা : ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টায় জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন এই তিন দেশ তেহরানের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী যোহান ওয়েডেফুল।

মধ্যপ্রাচ্যে সফরে থাকা ওয়েডেফুল বলেন, তিনি ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত কমানোর জন্য কাজ করছেন এবং উল্লেখ করেন যে তেহরান আগে ইতিবাচক আলোচনার সুযোগ হাতছাড়া করেছে।

"আমি আশা করি এটা এখনো সম্ভব," শনিবার রাতের জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি-কে ওয়েডেফুল বলেন। "জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন একসঙ্গে প্রস্তুত। আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিক আলোচনার প্রস্তাব দিচ্ছি, আশা করি এই প্রস্তাব গ্রহণ করা হবে।"

"এটি এই সংঘাত শান্ত করার জন্য একটি মূল শর্ত, ইরান এই অঞ্চলের, ইসরায়েল বা ইউরোপের জন্য কোনও বিপদ সৃষ্টি করবে না।"

রোববার ওমানে থাকা ওয়েডেফুল বলেন, ইরান ও ইসরায়েলের ওপর সব দিক থেকে প্রভাব বিস্তার করা না হলে এই সংঘাত শেষ হবে না।

"অভিযোগ রয়েছে, আগামী সপ্তাহের মধ্যে দুই পক্ষের পক্ষ থেকে সহিংসতার বৃত্ত ভাঙার জন্য একটি গম্ভীর চেষ্টা করতে হবে," তিনি বলেন।

প্রশ্ন করা হলে তিনি কি বিশ্বাস করেন যে ইরানি সরকার পতিত হতে পারে, ওয়েডেফুল বলেন তার ধারণা, ইসরায়েলের ইচ্ছা নয় তেহরানের প্রশাসনকে গিয়ে পতিত করার।

গাজার কথা উল্লেখ করে ওয়েডেফুল বলেন, ফিলিস্তিনের এ অঞ্চলটির মানবিক অবস্থা গ্রহণযোগ্য নয় এবং ইসরায়েলকে সাহায্য সংস্থাগুলোর অবাধ প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানান।

"গাজার মানুষের ক্ষুধা, মৃত্যু ও কষ্ট শেষ হতে হবে," যোগ করে তিনি বলেন, এই সংঘাতের জন্য হামাস দায়ী এবং ইসলামপন্থী দলটিকে মুক্তি দিতে হবে সেই বন্দীদের যারা হামাস নেতৃত্বাধীন মিলিশিয়া ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলে হামলার সময় আটক করেছিল।

পিএস

Wordbridge School
Link copied!