• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ইরানের সাথে সব সীমান্ত বন্ধ করল পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৬, ২০২৫, ০৭:৫০ পিএম
ইরানের সাথে সব সীমান্ত বন্ধ করল পাকিস্তান

ঢাকা : ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই ইরানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে পাকিস্তান। সোমবার (১৩ জুন) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আঞ্চলিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার- এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পাকিস্তানি সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করতে পারবেন না। তবে ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগ থাকছে। অন্যদিকে, বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার জানিয়েছিলেন, ইরান ও ইরাক থেকে এখন পর্যন্ত ৪৫০ জন পাকিস্তানি হজযাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে। আরও ফেরত আসার প্রক্রিয়া চলমান। 

শুক্রবার (১৩ জুন) পাকিস্তান সরকার এক বিবৃতিতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের পাশে থাকার ঘোষণা দেয়। ইসলামাবাদ ও তেহরান- উভয়ই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান ও শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারেরও বেশি সীমানা রয়েছে। দুই দেশের সম্পর্ক বরাবরই জটিল। পাকিস্তান একদিকে যেমন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরানবিরোধী নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন, তেমনি সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কৌশলও অনুসরণ করে।

পিএস

Wordbridge School
Link copied!