ঢাকা : পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসার আগে মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে ৩৫ মিনিট আলোচনা করেছেন।
বুধবার (১৮ জুন) এ ফোনালাপের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
বিবৃতিতে তিনি জানিয়েছেন, ট্রাম্প ও মোদি তাদের আলোচনার সময়ে ইরান-ইসরায়েল চলমান সংঘর্ষ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তবে আলোচনার ৩৫ মিনিটের বেশিরভাগটা জুড়েই ছিল ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত।
বিক্রিম মিশ্রি জানান, মোদি মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্ট ভাষায় বলেছেন ২২ এপ্রিলের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্পের কথা গোটা বিশ্বের কাছে জানিয়ে দিয়েছিলো ভারত। ৬ ও ৭ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে শুধু জঙ্গি ঘাঁটি ও গোপন আস্তানাগুলোকেই নিশানা করেছিল ভারত। ভারত এটা স্পষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।
ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, ৯ ও ১০ মে রাতে পাকিস্তানের হামলার কঠিন জবাব দেয় ভারত এবং পাকিস্তানি সামরিক বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। তাদের সামরিক বিমানঘাঁটিগুলো অকেজো করে দেওয়া হয়। ভারতের দৃঢ় পদক্ষেপের কারণে পাকিস্তান সামরিক অভিযান বন্ধের অনুরোধ করতে বাধ্য হয়।
বিক্রম মিশ্রি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন।
পিএস







































