ঢাকা : ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে বিশ্ববাসীর প্রতি কঠিন এক সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে। এই বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান তার। বুধবার (১৮ জুন) এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
ইরানে গত ছয় দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় ড্রোন ও যুদ্ধবিমানের পাশপাশি ভয়ংকর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে দেশটির সামরিক বাহিনী। এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার চেষ্টার পাশাপাশি ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এর মধ্যেই ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। সবশেষ ইরানে হামলা চালনোর পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমন পরিস্থিতির মধ্যেই বুধবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র মারিয়া জাখারোভা। সেখানে তিনি বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামো ও শান্তিপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। আমি সামরিক স্থাপনাগুলোর কথা বলছি না, বিশেষ করে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ উন্নয়নের সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোর কথা বলছি।
পরিস্থিতি বিপজ্জনকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এটা একটি ভয়ানক, রাক্ষসী খেলা, অনেকের মতেই অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে যা। এটাই ভয়াবহ বাস্তবতা; এটা সম্পূর্ণরূপে অনুমানযোগ্য। বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে বিশ্ব।
এরপরই এই রুশ কর্মকর্তা জোর দিয়ে বলেন, কূটনীতি এখনও সম্ভব। কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা সর্বদাই থাকে।
এর আগে ইরানে আগ্রাসন চালাতে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
বুধবার (১৮ জুন) এক বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে সম্পূর্ণ অস্থিতিশীল করতে পারে।
পিএস







































