• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৪ খালি করতে বলেছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক জুন ২০, ২০২৫, ১০:৫২ এএম
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৪ খালি করতে বলেছে ইরান

ঢাকা: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, ইরান শিগগিরই ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৪ এর অফিসে হামলা চালাবে। তারা এই চ্যানেলকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রচারণার মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছে।

আইআরআইবি জানায়, টেলিভিশন চ্যানেলটির অফিসকে লক্ষ্য করে হামলা চালানো হবে আগামী কিছু দিনের মধ্যেই এবং তারা অফিসের সব কর্মীকে অবিলম্বে সেখান থেকে সরে যেতে বলেছে। খবর সিএনএন।

সোমবার ইসরায়েলি সেনাবাহিনী ইরানের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল আইআরএনএন-এর স্টুডিও কমপ্লেক্সে হামলা চালায়। তারা দাবি করে, এটি ছিল একটি যোগাযোগ কেন্দ্র, যা ইরানের সশস্ত্র বাহিনী সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল।

হামলার সময় একটি সরাসরি সম্প্রচারে দেখা যায়, উপস্থাপক লাইভে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে আইআরআইবি জানায়, ওই হামলায় তাদের একজন কর্মী নিহত হয়েছেন।

প্রসঙ্গত, চ্যানেল ১৪ হলো একটি ইসরায়েলি ডানপন্থী ও রক্ষণশীল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সংবাদভিত্তিক ওয়েবসাইট। এই চ্যানেলে প্রচারিত সংবাদ, রাজনৈতিক বিশ্লেষণ, ব্যঙ্গাত্মক অনুষ্ঠান ও টক শো’র সবই ডানপন্থী দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপিত।

আইএ

Wordbridge School
Link copied!