• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ইরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় কিশোরসহ দুইজন নিহত


আন্তর্জাতিক ডেস্ক জুন ২১, ২০২৫, ০৮:৪৪ এএম
ইরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় কিশোরসহ দুইজন নিহত

ঢাকা : দখলদার ইসরায়েল বাহিনী এবার ইরানে আবাসিক ভবনে হামলা চালিয়েছে। শনিবার (২১ জুন) ভোরে চালানো এই হামলায় দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও চারজন।

কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান বোমা হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছেন, এদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে কাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের স্থানীয় গণমাধ্যম সূত্র এবং ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ভোররাতে ইরানজুড়ে আরও বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার বাহিনীর দাবি, ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং উৎক্ষেপণ অবকাঠামোর বিরুদ্ধে হামলা করা হয়েছে।

এদিকে ইরানের ইসফাহান এবং তেহরান প্রদেশের আকাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া নাজাফাবাদ শহরে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। অন্যদিকে তেহরানের কাছে মালার্ড শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

পিএস

Wordbridge School
Link copied!