ঢাকা : ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজাজুড়ে অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন পশ্চিম দেইর আল-বালাহতে একটি বাড়িতে বিমান হামলায় মারা যান। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় মধ্য গাজায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৩ জন সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। গাজা সিটিতে আরও ২৩ জন প্রাণ হারিয়েছেন এবং দক্ষিণ গাজায় ২২ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১১ জনও সহায়তা প্রত্যাশী ছিলেন।
মানবিক সহায়তা কেন্দ্রের কাছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় ২৭ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সহায়তা বিতরণ শুরু করার পর থেকে শত শত মানুষ নিহত হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত ছায়াময় জিএইচএফ নামক সংস্থা সাহায্য সরবরাহের দায়িত্বে নিয়োজিত, সেটি জাতিসংঘের তীব্র সমালোচনার মুখে পড়েছে। কারণ তারা গাজায় নিরাপদে সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।
গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওবাতা বৃহস্পতিবার জানান, এখন পর্যন্ত মোট ৪০৯ জন সহায়তা প্রত্যাশী নিহত হয়েছেন এবং আরও ৩,২০৩ জন আহত হয়েছেন।
ইউনিসেফ সতর্ক করেছে, গাজা উপত্যকা একটি মানবসৃষ্ট খরার মুখে রয়েছে, কারণ এর পানির অবকাঠামো ভেঙে পড়েছে।
"শিশুরা তৃষ্ণায় মারা যেতে শুরু করবে," শুক্রবার জেনেভায় সাংবাদিকদের বলেন সংস্থার মুখপাত্র জেমস এল্ডার। "শুধুমাত্র ৪০ শতাংশ পানযোগ্য পানি উৎপাদন সুবিধা এখনো কার্যকর রয়েছে।"
পিএস







































