• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

শান্তি স্থাপন না করলে ইরানে আরও বড় হামলা : ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক জুন ২২, ২০২৫, ০৯:২৫ এএম
শান্তি স্থাপন না করলে ইরানে আরও বড় হামলা : ট্রাম্প

ঢাকা : ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ট্রাম্প বলেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। দেশটি যদি এটি না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে। 

দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প আরও বলেন, আমি বিশ্বকে আজ রাতে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য।

এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেওয়া, সন্ত্রাসের মদদদাতা বিশ্বের এক নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেওয়া, বলেন ট্রাম্প।  

ভাষণে ট্রাম্প আরও বলেছেন, ইরানের সাবেক মিলিটারি কমান্ডার কাসেম সোলেইমানি হাজার হাজার লোককে হত্যা করেছে। আমি অনেক আগেই সিদ্ধান্ত নিই যে এমনটি আর হতে দিবো না। 

এর আগে ইরানে হামলার পর ট্রাম্প তার পোস্টে লিখেন, তেহরানের ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং হামলা শেষে সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে আছে।

পিএস

Wordbridge School
Link copied!