ঢাকা : ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র কিছুক্ষণ আগে ইসরায়েলের হাইফা শহরে আঘাত হেনেছে। তবে এই ঘটনায় আগাম সতর্কতামূলক কোনো সাইরেন বাজেনি উত্তরাঞ্চলীয় শহরটিতে। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানায়, ইরান দুই দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় ৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
যেসব এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছিল সেগুলো ছিল বেশ বিস্তৃত-দখলকৃত সিরীয় গোলান মালভূমি থেকে শুরু করে আপার গালিলি, উত্তর ও মধ্য উপকূলীয় অঞ্চল পর্যন্ত।
ইরানের ক্ষেপণাস্ত্র মোট ১০টি পৃথক স্থানে সরাসরি আঘাত হেনেছে। হামলায় এসব স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে তেল আবিব ও হাইফা অঞ্চলে। ঠিক কোন ধরনের ভবনগুলোতে আঘাত হেনেছে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ইসরায়েলি মেডিকেল সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় এখন পর্যন্ত ১৬ জন পর্যন্ত আহত হয়েছে।
হামলায় আহত ব্যক্তিদের যাতে চিকিৎসা দেওয়া যায় সেজন্য দেশেটির মেডিকেল টিম এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাসি চালচ্ছে।
পিএস