• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জরুরি বৈঠকে বসছে পারমাণবিক শক্তি সংস্থা


আন্তর্জাতিক ডেস্ক জুন ২২, ২০২৫, ০৩:৩৬ পিএম
জরুরি বৈঠকে বসছে পারমাণবিক শক্তি সংস্থা

ঢাকা : ইরান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। সোমবার (২৩ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংস্থার মহাপরিচালক জেনারেল রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানে জরুরি পরিস্থিতি বিবেচনায় সোমবার আইএইএ–এর বোর্ড অফ গভর্নররা জরুরি বৈঠকে বসবেন।

রোববার (২২ জুন) সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে আইএইএ–এর পরিচালক এ কথা জানান। এর আগে সংস্থাটি বলেছে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও ‘আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির’ কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার (২১ জুন) রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে  হামলা চালানোর বিষয়টি জানান।পরে ইরানও তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করে।

পিএস

Wordbridge School
Link copied!