ঢাকা : ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্য মাজিদ মোসায়েবিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (২২ জুন) এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজানের অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
মিজান জানায়, রোববার সকালে মাজিদ মোসায়েবিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে পুরো ফৌজদারি প্রক্রিয়ায় বিচার হয়। ইরানের সুপ্রিম কোর্ট মাজিদের সাজা নিশ্চিত করেন।
মাজিদের বিরুদ্ধে ইরানের ‘স্পর্শকাতর বিভিন্ন তথ্য’ মোসাদের হাতে তুলে দেওয়ার অভিযোগ ছিল।
পিএস