ঢাকা : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যেটি দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস চাহিদার ২০ শতাংশ প্রবাহিত হয়, তবে তা “কারোর জন্যই ভালো হবে না”।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকের আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ক্যালাস বলেন, প্রতিশোধ এবং এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বড়, বিশেষ করে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, সেটা হবে অত্যন্ত বিপজ্জনক।
ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করার অনুমোদন দেয়ার পর কায়া ক্যালাস কথাগুলো বলেন। যদিও ইরানের চূড়ান্ত সিদ্ধান্তটি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ওপর নির্ভর করে।
পিএস







































