• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানকে আবার ট্রাম্পের হুমকি


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৮, ২০২৫, ১০:৩৪ এএম
ইরানকে আবার ট্রাম্পের হুমকি

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ শেষে আয়াতোল্লাহ আলি খামেনির ‘জয়’ দাবিকে কটাক্ষ করেছেন এবং বলেছেন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র “নিঃসন্দেহে” আবারও দেশটিতে বোমা হামলা চালাবে।

শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে খামেনির প্রতি একের পর এক তীব্র আক্রমণে ট্রাম্প দাবি করেন, তিনি খামেনিকে “একটা খুব বিশ্রী এবং লজ্জাজনক মৃত্যু” থেকে বাঁচিয়েছেন এবং তাকে “স্পষ্টভাবে ও নির্বোধের মতো মিথ্যা বলার” অভিযোগে অভিযুক্ত করেন। কারণ খামেনি আগের দিন যুদ্ধ জয়ের দাবি করেছিলেন।

ইসরায়েল-ইরান যুদ্ধ চলাকালীন যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ শেষ হওয়ার পর খামেনি প্রথম প্রতিক্রিয়ায় বলেছিলেন, ইরান “আমেরিকার মুখে চড় মেরেছে” কাতারে অবস্থিত একটি বড় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে, যা এসেছিল ফোরদো, ইসফাহান এবং নাটানজে অবস্থিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আগের হামলার প্রতিক্রিয়া হিসেবে।

শুক্রবারের পোস্টে ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলকে “চূড়ান্ত আঘাত” থেকে বিরত থাকতে বলেছিলেন।

“তার দেশ ছিল ধ্বংসপ্রাপ্ত, তার তিনটি দুষ্ট পারমাণবিক সাইট গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আমি জানতাম ঠিক কোথায় সে আশ্রয় নিয়েছে, এবং আমি ইসরায়েল বা মার্কিন সশস্ত্র বাহিনী — যারা বিশ্বের সবচেয়ে মহান এবং শক্তিশালী — তাদেরকে তার জীবন শেষ করতে দিইনি,” তিনি বলেন।

পিএস

Wordbridge School
Link copied!