ঢাকা : পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাত শুরুর পর কয়েক দিনের মধ্যেই ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় ৪৫ জন নিহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার (৩০ জুন) সংবাদ মাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
পাকিস্তানে বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে। যেখানে ২১ জন নিহতের মধ্যে ১০ জনই শিশু।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাত উপত্যকায় ১৪ জন মারা গেছেন, যেখানে মিডিয়া জানিয়েছে একটি আকস্মিক বন্যা নদীর ধারে অবস্থানরত পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে যায়।
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে, যা ভারতের সীমান্ত ঘেঁষে অবস্থিত, বুধবার থেকে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তাদের মধ্যে আটজন শিশু, যারা ভারী বৃষ্টির সময় দেয়াল বা ছাদ ধসে পড়ে মারা যায়, আর বাকি প্রাপ্তবয়স্করা আকস্মিক বন্যায় প্রাণ হারান।
সিন্ধ ও বেলুচিস্তান প্রদেশে মৌসুমি বৃষ্টিপাত-সংক্রান্ত আরও ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে যে, অন্তত শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি এবং সম্ভাব্য আকস্মিক বন্যার ঝুঁকি থাকবে।
গত মাসে দক্ষিণ এশীয় এই দেশে প্রবল ঝড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছিল।
পিএস







































