• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে ডিজেলবাহী ট্রেনে আগুন


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৩, ২০২৫, ০৩:২৭ পিএম
ভারতে ডিজেলবাহী ট্রেনে আগুন

ঢাকা : ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি মালবাহী ডিজেলবোঝাই ট্রেনে আগুন লাগে।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে পাঁচটার দিকে লাগা এই আগুন চারটি বগিতে ছড়িয়ে পড়ে। উড়তে থাকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। এই ঘটনায় আশপাশের এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের উৎস ডিজেল হওয়ায় তা নেভানো বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান উদ্ধারকারী কর্মীরা।

জানা গেছে, মানালি থেকে তিরুপতি অঞ্চলের দিকে যাওয়ার পথে মালগাড়িটির তিরুভাল্লুর স্টেশনের কাছে হঠাৎই আগুন লাগে। বিপজ্জনক পরিস্থিতি এড়াতে রেলপথ সংলগ্ন কিছু বসতি খালি করে দেওয়া হয়।

কী কারণে ওই ঘটনা ঘটল তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পিএস

Wordbridge School
Link copied!