• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসরায়েলের হামলায় প্রাণ গেল ৫৮ হাজার ফিলিস্তিনির


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ১৪, ২০২৫, ০৯:৫৩ এএম
ইসরায়েলের হামলায় প্রাণ গেল ৫৮ হাজার ফিলিস্তিনির

ঢাকা : দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এবার একটি ব্যস্ত বাজার এবং একটি পানি বিতরণ পয়েন্টে হামলা চালিয়ে অন্তত ৯৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধের ফলে মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার গাজা শহরের বাজারে ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক আহমেদ কান্দিল। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।

চিকিৎসা সূত্র অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজনই শিশু, যারা পানীয় জল সংগ্রহ করতে লাইন দিয়েছিল। এ ঘটনায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছে।

গাজা শহরের বাজারে হামলার বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে নুসেইরাত হামলা সম্পর্কে তারা বলেছে, এটি একটি ফিলিস্তিনি যোদ্ধাকে লক্ষ্য করে চালানো হয়েছিল, কিন্তু "প্রযুক্তিগত ব্যর্থতার" কারণে লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

নেদারল্যান্ডসের উটরেখট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং আন্তর্জাতিক আইনবিদ জেসিকা ডরসি ইসরায়েলের দাবির সমালোচনা করে বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ইসরায়েলি সেনাবাহিনী পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না।

তিনি আল জাজিরাকে বলেন, “যুদ্ধের সময় ভুল হয় ঠিকই, কিন্তু গত ২১ মাস ধরে যে ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতির ধারাবাহিকতা দেখা যাচ্ছে, তাতে এটাকে ভুল বলা যায় কি না, বরং এটি ইসরায়েলের কার্যপ্রণালিই কি না, সেটাই প্রশ্ন।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের যে ধরনের উন্নত প্রযুক্তি ও সামরিক সক্ষমতা আছে, তাতে আরও বেশি নিখুঁত হামলা দেখার কথা, দায়িত্বহীনতা নয়। কিন্তু দুঃখজনকভাবে বাস্তবে তা দেখা যাচ্ছে না।”

পিএস

Wordbridge School
Link copied!