• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৬, ২০২৫, ১২:১০ পিএম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে। নিহতরা সবাই বিমানের আরোহী ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি একটি ডুয়েল প্রোপেলারের বিমান, যা রোগী পরিবহন ও চিকিৎসা সরঞ্জাম বহনের কাজে ব্যবহৃত হতো। দুর্ঘটনার দিনও এটি নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগী নিতে যাচ্ছিল।

[254067

তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়। আগুনে পুড়ে বিমানে থাকা চার আরোহীই ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ওএফ

Wordbridge School
Link copied!