• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৮, ২০২৫, ১০:৩১ এএম
কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ঢাকা: কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি আবাসিক ভবনে দাতব্য চিকিৎসা সংস্থার একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। অ্যামরেফ ফ্লাইং ডক্টরস নামের সংস্থাটি জানিয়েছে, সেসনা মডেলের বিমানটি নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড্ডয়নের মাত্র কয়েক মিনিট পরই বিমানটি নাইরোবির গিথুরাই এলাকার একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে।

বিমানটিতে অ্যামরেফের দুই কর্মী ও দুই ক্রু সদস্যসহ মোট চারজন ছিলেন। নাইরোবির কিয়ামবু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, পাইলট, চিকিৎসক ও নার্সসহ বিমানের সব আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া ভবনের নিচে থাকা আরও দুই ব্যক্তি নিহত হন।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানায়, উড্ডয়নের তিন মিনিট পরই বিমানটির সঙ্গে রেডিও ও রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অ্যামরেফের সিইও স্টিফেন গিটাউ এক বিবৃতিতে বলেন, “আমরা সংশ্লিষ্ট এভিয়েশন কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করছি।” দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ওএফ
 

Wordbridge School
Link copied!