যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এবার ইতিহাস সৃষ্টি করেছে। শহরটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি, যিনি শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে জোহরান মামদানি রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এপি’র প্রাথমিক ফলাফলে তার জয় নিশ্চিত হয়েছে।
মাত্র ৩৪ বছর বয়সী এই তরুণ রাজনীতিক নিউইয়র্কের কুইন্স এলাকার অঙ্গরাজ্য আইনপ্রণেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর এই বিজয়ে শহরের অভিবাসী ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
নির্বাচনে এবারের ভোটার উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বোচ্চ আগাম ভোট রেকর্ড।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মামদানি বলেন, “আমরা আমাদের শহরে ইতিহাস গড়ার পথে আছি। এবার সময় এসেছে পুরোনো রাজনীতির অবসান ঘটিয়ে নিউইয়র্ককে নতুন দিশা দেখানোর।”
ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিউইয়র্কবাসীর প্রাপ্য প্রতিটি ডলার আদায়ের জন্য লড়াই করব। কেউ যেন আমাদের নাগরিক অধিকার নিয়ে দর-কষাকষি করতে না পারে।”
জোহরান মামদানি জন্মসূত্রে উগান্ডায় বেড়ে ওঠা এক ভারতীয় বংশোদ্ভূত মুসলিম পরিবার থেকে আসা। পরবর্তীতে তাঁর পরিবার যুক্তরাষ্ট্রে অভিবাসন নেয় এবং নিউইয়র্কেই তিনি বেড়ে ওঠেন।
তার এই বিজয় মার্কিন রাজনীতিতে অভিবাসী ও মুসলিম নেতৃত্বের উত্থানের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আল-জাজিরা
এম







































