• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন অনিশ্চিত : আইসিজি


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৮, ২০২৫, ০৯:২৯ এএম
শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন অনিশ্চিত : আইসিজি

আন্তর্জাতিক বিশ্লেষক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) মনে করছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় তাঁর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনাকে অনেকটাই ক্ষীণ করে দিয়েছে। সংস্থাটি সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এ মন্তব্য করে।

আইসিজির বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা যত দিন আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখবেন, দলটির রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার পথ ততটাই কঠিন হয়ে উঠবে।

২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। সেদিনই শেখ হাসিনা ভারতে চলে যান। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত সপ্তাহে জানান, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।

আইসিজির প্রতিক্রিয়া

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আইসিজি জানায়, তারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সংস্থাটির সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন বলেন, রায়ের ঘোষণাকে বাংলাদেশে অনেকেই স্বাগত জানাবে। তাঁর দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত সহিংস দমন-পীড়নের ঘটনায় শেখ হাসিনার দায় নিয়ে ‘গুরুতর সন্দেহের সুযোগ নেই’ বলে বিভিন্ন মহলে ধারণা রয়েছে।

কিন জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনের উল্লেখ করে বলেন, প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানিকর দমন-পীড়ন রাজনৈতিক নেতৃত্বের জ্ঞাতসারে ও নির্দেশনায় পরিচালিত হয়েছিল—এমন অভিযোগ সেখানে উঠে এসেছে। একই প্রতিবেদনে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দায়ী করা হয়।

আইসিজি জানায়, আদালতে উপস্থাপিত প্রমাণের মধ্যে ছিল দমন-পীড়ন নিয়ে আলোচনার অডিও রেকর্ডিং ও সাবেক পুলিশপ্রধানের সাক্ষ্যও।

বিচার নিয়ে সমালোচনা

তবে থমাস কিনের মতে, পুরো বিচারপ্রক্রিয়া সমালোচনার ঊর্ধ্বে নয়। অনুপস্থিতিতে বিচার, খুব দ্রুত রায় প্রদান এবং প্রতিরক্ষার পক্ষে পর্যাপ্ত সুযোগের অভাব বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলে। তাঁর মতে, এসব বিতর্ক বাংলাদেশের দীর্ঘদিনের বিচারব্যবস্থাগত দুর্বলতাকে সামনে আনে, যা অন্তর্বর্তী সরকারও এখনো পর্যাপ্তভাবে সমাধান করতে পারেনি।

তিনি বলেন, ‘বিচার নিয়ে সমালোচনা থাকা সত্ত্বেও এটি শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ বা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের ভূমিকা খাটো করার অজুহাত হতে পারে না।’

রাজনীতিতে প্রভাব

থমাস কিন মনে করেন, রায়ের রাজনৈতিক প্রতিক্রিয়া সুদূরপ্রসারী হবে। শেখ হাসিনার ক্ষমতায় ফেরার সম্ভাবনা এখন প্রায় শূন্যের দিকে। তিনি আরও বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ পদে থাকলে দলটিরও রাজনৈতিক ময়দানে ফিরে আসা কঠিন হয়ে যাবে।

এম

Wordbridge School
Link copied!