• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদির হত্যার দ্রুত বিচার, স্বচ্ছ তদন্ত দাবি জাতিসংঘের মহাসচিবের


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২০, ২০২৫, ০৮:১৬ পিএম
হাদির হত্যার দ্রুত বিচার, স্বচ্ছ তদন্ত দাবি জাতিসংঘের মহাসচিবের

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে গুতেরেসের মুখপাত্র স্টেফানে দুজারিক এক সংবাদ সম্মেলনে জানান, মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। এছাড়া ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করেছেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও একই ধরনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের বিরুদ্ধে সরকারের উচিত যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ। প্রতিশোধ ও বিদ্বেষ কেবল বিভাজন বাড়াবে এবং নাগরিকদের অধিকার ক্ষুণ্ন করবে, উল্লেখ করে তিনি দ্রুত ও স্বচ্ছ তদন্তের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

ভলকার তুর্ক আরও বলেন, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দিয়েছে। এ সময় কিছু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে এবং সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন।

মানবাধিকার প্রধান আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটেও সতর্কবার্তা দেন। তিনি বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক জীবনে অংশ নেওয়া এবং ভিন্ন মত প্রকাশের অধিকার সুরক্ষিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তার অফিস সরকারের সঙ্গে সব স্টেকহোল্ডারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে মানবাধিকার রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সহায়তা করা যায়। সূত্র: ইউএন

এসএইচ
 

Wordbridge School
Link copied!