• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৫, ২০২৬, ১০:২৩ এএম
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। রোববার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।

এর আগে শনিবার গভীর রাতে রাজধানী কারাকাসে সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। পরবর্তীতে জানা যায়, মাদুরো দম্পতি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন।

প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে অপহরণের কয়েক ঘণ্টা পরই রোববার সকালে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট জরুরি সিদ্ধান্তে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। আদালতের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানায় সেনাবাহিনী।

প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো লোপেজ তার ভাষণে বলেন, “সুপ্রিম কোর্ট আগামী ৯০ দিনের জন্য দেলসি রদ্রিগুয়েজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়েছে। সশস্ত্র বাহিনী সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্তকে সমর্থন করছে।” একই সঙ্গে তিনি জনগণকে শান্ত থাকার এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আহ্বান জানান।

অপহরণ অভিযানের সময় মার্কিন সেনাদের প্রতিরোধ করতে গিয়ে প্রেসিডেন্ট মাদুরোর কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী। তবে নিহতের সঠিক সংখ্যা প্রকাশ করেননি তিনি। ভাষণে তিনি প্রেসিডেন্ট দম্পতিকে অপহরণ এবং দেহরক্ষীদের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান।

এ ঘটনার পর রোববার সকাল থেকেই রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর, বন্দর ও গ্রামীণ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। বন্ধ থাকে দোকানপাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস।

ভাষণের শেষদিকে পাদ্রিনো লোপেজ বলেন, “আমি জনগণকে আহ্বান জানাচ্ছি—অর্থনৈতিক, পেশাগত ও শিক্ষাসহ সব ধরনের কার্যক্রম পুনরায় শুরু করুন। আমাদের দেশ সংবিধানের পথেই পরিচালিত হবে।” সূত্র : এএফপি

এম

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!