• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণ ব্যবহারকারীদের জন্য সুখবর, দাম কমলো বিশ্ববাজারে 


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:১২ পিএম
স্বর্ণ ব্যবহারকারীদের জন্য সুখবর, দাম কমলো বিশ্ববাজারে 

প্রতীকী ছবি

টানা এক সপ্তাহের উত্থানের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা কমার ফলে ভূ-রাজনৈতিক উত্তেজনা নেমে এসেছে, আর প্রত্যাশার চেয়ে শক্তিশালী মার্কিন অর্থনৈতিক তথ্য বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে রেখেছে। এতে স্বর্ণের উত্থানে সাময়িক ভাটা পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ১৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৬০৩ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে। গত বুধবার রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৬৪২ দশমিক ৭২ ডলার ছুঁয়েছিল।

ফেব্রুয়ারির ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৬০৬ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

রূপার বাজারেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। স্পট সিলভার প্রতি আউন্সে ১ দশমিক ১ শতাংশ কমে ৯১ দশমিক ৩৩ ডলার লেনদেন হয়েছে, যদিও আগের সেশনে রেকর্ড সর্বোচ্চ ৯৩ দশমিক ৫৭ ডলার দেখেছিল।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন অর্থনৈতিক তথ্য এবং ডলারের কিছুটা শক্তিশালী হওয়ার কারণে বিদেশী ক্রেতাদের জন্য স্বর্ণের দাম বৃদ্ধি পায়, যা বাজারে আগ্রহ কিছুটা কমিয়েছে। জুলিয়াস বেয়ারের বিশ্লেষক কার্স্টেন মেনকে বলেন, বাজারে অনেক গতি ছিল, যা এখন কিছুটা ম্লান হয়ে গেছে।

অন্যদিকে, ইরানের অর্থনৈতিক মন্দার কারণে চলমান বিক্ষোভ কমেছে এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাও আপাতত কমে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে ইরানে মার্কিন হামলার শঙ্কা নেই।

ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যায়। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় দাম সাময়িকভাবে কমেছে।

সোনার বাজারে এই সাময়িক প্রস্থানের ফলে স্বর্ণ ব্যবহারকারীদের জন্য সুখবর এসেছে, যদিও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এখনো গুরুত্বপূর্ণ।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!