• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে আচরণগুলো দেখলেই বুঝবেন আপনার সম্পর্ক বিচ্ছেদের পথে


ফিচার ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:১৮ পিএম
যে আচরণগুলো দেখলেই বুঝবেন আপনার সম্পর্ক বিচ্ছেদের পথে

৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিভোর্স আইনজীবী ও কাউন্সেলার শীলা ম্যাকিনটোশ-স্টুয়ার্ট তার কাজের সূত্রে অনেক দম্পতির সঙ্গে কথা বলেছেন।

তার মতে সম্পর্ক শেষ হওয়ার এমন কিছু লক্ষণ আছে যা দেখালে বোঝা যায় বিয়ে আর টিকানো সম্ভব নয়। এর মধ্যে দুটি বিশেষ বাক্যই প্রকাশ করে যে সম্পর্ক শেষ হওয়ার পথে।

ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে শীলা বলেন, ‘আমি কয়েক মিনিটের মধ্যেই চিহ্নিত করতে পারি কোন সম্পর্ক বাঁচানো সম্ভব এবং কোনটি বিচ্ছেদের পথে এগোচ্ছে।’

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, তিনি প্রায়ই সেশন শুরু করেন একটি প্রশ্নের মাধ্যমে। তিনি দম্পতিদের কাছে জিজ্ঞেস করে তারা এই মিটিং থেকে কি আশা করছেন। তাদের উত্তরই অনেক কিছু প্রকাশ করে।

শীলা বলেন, ‘যদি সঙ্গীদের একজনের উত্তর এমন হয় যে, আমি কোনো ভবিষ্যত দেখতে পাচ্ছি না বা ‘আমি নির্দিষ্ট সময়ের মধ্যে বের হয়ে যেতে চাই’ তবে অন্যজন যতই সম্পর্ক বাঁচাতে চেষ্টা করুক না কেন সে সম্পর্ক শেষ হয়ে গেছে।

শীলা বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত হলো যখন দম্পতিরা একে অপরের জন্য প্রশংসনীয় শব্দ খুঁজে পেতে সমস্যায় পড়েন।

তিনি জানান, যদি কেউ বর্তমানের ভালো কিছু না বলে পুরনো ভালো অভ্যাস বা গুণের কথা উল্লেখ করে, তবে বোঝা যায় সম্পর্ক ঝুঁকির মুখে।

শীলা আরও বলেন, দম্পতিরা একে অপরের সঙ্গ পছন্দ করছে কিনা বা সুখী কি না সেটি তিনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন। বিষয়টি বোঝাতে তিনি উল্লেখ করেন, এটি তাদের স্বর, চোখের যোগাযোগ এবং দেহভঙ্গি-তে প্রকাশ পায়।

তার মতে, সম্পর্ক শেষ হওয়ার আরেকটি ইঙ্গিত হলো বিদ্রুপ করা, চোখ রাঙ্গানো, নাম ধরে ডাকা বা অতিরিক্ত সমালোচনা করা। এগুলো যতই মজার ছলে করা হোক না কেন এটি সম্পর্কের জন্য খারাপ।

তিনি বলেন, ‘যে সঙ্গী এমন আচরণ করেন তার ভাবনা বদলে যায়। ‘আমাদের সমস্যা আছে’ থেকে ‘তুমি সমস্যা’। এখান থেকেই ধীরে ধীরে রাগ জমতে শুরু করে।

ছোটখাটো বিষয় মনে রাখা বা হিসাব রাখাও সম্পর্কের তিক্ততার আভাস হতে পারে বলে মনে করেন এই আইনজীবী।

তিনি বলেন, দম্পতির দেহভঙ্গি তাদের কথার চেয়েও অনেক কিছু প্রকাশ করে। যেমন, অ্যাপয়েন্টমেন্টের আগে দুইটি চেয়ার একে অপরের কাছে রাখলে, যদি কেউ অস্বস্তি বোধ করে বা চেয়ার সরানোর চেষ্টা করে, তাহলে বোঝা যায় সম্পর্ক ঠিক নেই।
 

Wordbridge School
Link copied!