• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাছরাঙার সিইও ফাহিম মুনায়েম আর নেই


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০১৬, ১০:২০ এএম
মাছরাঙার সিইও ফাহিম মুনায়েম আর নেই

বেসরকারি মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাছরাঙা টেলিভিশনের সর্বশেষ খবর অনুয়ায়ী, বুধবার (০১ জুন) সকাল সোয়া ছয়টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আগামী মাসে তার বয়স হতো ৬৩ বছর।
 
সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের ছেলে ফাহিম মুনয়েম নিজেও সংবাদপত্রে কাজ করেছেন দীর্ঘদিন। সংবাদ, মর্নিং সান ও ইউএনবিতে কাজ করার পর তিনি ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেন।
 
ডেইলি স্টারে থাকা অবস্থাতেই ২০০৭ সালে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্ব পান ফাহিম মুনয়েম। ওই দায়িত্ব শেষে আবার ফেরেন ডেইলি স্টারে।
 
২০১০ সালে মাছরাঙ্গা টেলিভিশনের যাত্রা শুরুর সময় তিনি যোগ দেন প্রধান নির্বাহী হিসেবে। গত ছয় বছর তার নেতৃত্বেই সম্প্রচার চালিয়ে আসছিল টেলিভিশন চ্যানেলটি। সহকর্মী সংবাদকর্মীদের অনেকের কাছে ফাহিম মুনয়েম ‘টিপু ভাই’ হিসেবেই বেশি পরিচিত ছিলেন।

ফাহিম মুনয়েম স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন বলে জানা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!