• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০২০, ০১:৪০ পিএম
হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন

ফাইল ফটৈা

ঢাকা: হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া একটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার প্রেস সচিব মুফতি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কাসেমীর ব্যক্তিগত সহকারী আমীর হোসেন জানান, অ্যাজমা ও শ্বাসকষ্টের কারণে গত ১ ডিসেম্বর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় আল্লামা নূর হোসাইন কাসেমীকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

নূর হোসাইন কাসেমী বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ছিলেন। এছাড়া কওমি ভিত্তিক আরো বহু মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সম্প্রতি তিনি হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হন।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!