• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০২১, ০৫:১৬ পিএম
বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু

ফাইল ছবি

ঢাকা: একাদশ জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশন (শীতকালীন) শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় অধিবেশন শুরু হয়।চলতি সংসদের ১১তম অধিবেশন এটি।

স্বাস্থ্যবিধি মেনে সংসদ উপস্থিত হয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ছিলেন না।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিচ্ছেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হবে। এরপর ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হবে বলে সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে। ইতোমধ্যে আইন শাখায় জমা পড়েছে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০২১, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২১, আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ, সংশোধন) বিল-২০২০, কোম্পানি আইন বিল-২০২০ ইত্যাদি।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!