• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সিনোফার্মের টিকার প্রথম চালান আসছে আগামী সপ্তাহে


নিজস্ব প্রতিবেদক জুন ২৮, ২০২১, ০৪:০১ পিএম
সিনোফার্মের টিকার প্রথম চালান আসছে আগামী সপ্তাহে

ফাইল ফটো

ঢাকা: চীনের সিনোফার্মের করোনা টিকার প্রথম বাণিজ্যিক চালান আগামী সপ্তাহে আসতে পারে। তবে কি পরিমাণ টিকা প্রথম চালানে আসবে সে সম্পর্কে এখনও বলা যাচ্ছে না। আশা করা হচ্ছে ভালো অঙ্কের ডোজ আসবে এ চালানে।

সোমবার (২৮ জুন) দুপুরে সাংবাদিকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, আগামী মাসের শুরুতে সিনোফার্মের করোনা টিকার ক্রয়কৃত প্রথম চালান আসতে পারে। ভালো অঙ্কের ডোজ আসার বিষয়ে আমরা আশাবাদী।

ইতোমধ্যে দেশে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা এসেছে। তার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেয়ার কার্যক্রম চলছে। চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকেও ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে। অপরদিকে কোভ্যাক্স বাংলাদেশকে এক কোটি ডোজ টিকা দেবে বলেও জানা যায়।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!