• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন নুর: ফিলিস্তিনি রাষ্ট্রদূত


নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৩, ০৬:৩৬ পিএম
মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন নুর: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ঢাকা: গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে তিন দফায় বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর মোসাদের সঙ্গে বৈঠক করেছেন বলে আমরা জানতে পেরেছি।মোসাদের সঙ্গে বৈঠক বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (২২ জুন) ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে রোহিঙ্গাদের জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) খাদ্য সহায়তা বিষয়ে অবহিত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, গণঅধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক কাতার, দুবাই ও ভারতে তিন দফা মোসাদের সঙ্গে বৈঠক করেছেন। এটা আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, মোসাদের সঙ্গে বৈঠক বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। যারা মোসাদের সঙ্গে বৈঠক করেন, তারা নেতা হতে পারেন না।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দেওয়া প্রসঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা এখন খাদ্য সংকটে রয়েছে। তবে ওআইসি ৪ হাজার রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!