• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০২৪, ০৬:০৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। বুধবার (১৭ জুলাই) বিকেলে কলাভবনের সামনের রাস্তায় আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। 

পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করছেন শিক্ষার্থীরা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নিয়েছেন। আর বিপুলসংখ্যক পুলিশ উপাচার্যের বাসভবনের কাছে অবস্থান নিয়েছে।

দুপুরে টিএসসিতে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তাদের ওই মিছিলে একের পর এক সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই তারা আবার সূর্য সেন হলের সামনে এসে জড়ো হন।

এবিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ভিসির বাসভবন ও আশপাশের নিরাপত্তার স্বার্থে ভিসির অনুমতিক্রমে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!