• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৪, ১২:১৮ পিএম
যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীর হাজারীবাগ এলাকায় বাসার সামনে মো. জাহাঙ্গীর নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মীর হাজারীবাগ এলাকার মৃত ফজর আলীর ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন।

জানা যায়, রাতে নিজের চাচার দোকান থেকে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। বাসার সামনে আসার পর সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। 

এসএস

Wordbridge School
Link copied!