• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মহাসমাবেশ প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৪, ০১:৩৫ পিএম
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মহাসমাবেশ প্রত্যাহার

ঢাকা : পদোন্নতি, বেতন বৈষম্য দূরসহ ৯ দফা দাবিতে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাদের ৪ নভেম্বরের মহাসমাবেশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে সচিবালয় ‘কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের’ নেতাদের সাথে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং জনপ্রশাসনের এপিডির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান তারা।

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেন, সচিবালয়ে ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মচারি আছেন দুই হাজারের অধিক। দীর্ঘদিন তারা বেতন এবং পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। এখন তাদের ৯ দফা যে দাবি সেগুলো কোনোটাই অযৌক্তিক নয়। এসব দাবি পূরণ করা সম্ভব, তবে সময়সাপেক্ষ।  কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা গেলেও কয়েকটি রয়েছে দীর্ঘমেয়াদী। সেসব দাবির সাথে আইন, ভূমি এবং অর্থ মন্ত্রণালয় জড়িত।

ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, সচিবালয়ের কর্মচারীদের এসব দাবি নিয়ে আমরা আলোচনা করেছি। ধাপে ধাপে তাদের এসব দাবি পূরণ করা হবে। আইনি কিছু জটিলতা রয়েছে যা নিয়ে প্রধান উপদেষ্টা সাথেও আলোচনা করতে হবে।

চাকরির বয়সসীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর নির্ধারণ, কর্মচারি প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করে জাতীয় পে-কমিশন গঠন, বেতনবৈষম্য দূর করাসহ ৯ দফা দাবি আদায়ে আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ছিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। বৃহস্পতিবার সচিবালয়ের ‘বাদাম তলা’ নামে পরিচিত পয়েন্টে আয়োজিত এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সভাপতি মো. বদিউল কবীর।

এমটিআই

Wordbridge School
Link copied!