• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগনকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান


সাভার প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:২৯ পিএম
জনগনকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান

ঢাকা: দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের রাজালাখে হার্টিকালচার সেন্টারে "কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে আরো সক্রিয় হতে তাগিদ দেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য। এছাড়া তিনি এসময় আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানো চেষ্টা চালানো হচ্ছে পাশাপাশি অন্যান্য বাহিনীর সংখ্যাও বাড়ানো হবে।

কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টার সাথে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

এসআই

Wordbridge School
Link copied!