• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢামেক হাসপাতালে ভর্তি ধর্ষণের শিকার শিশুটি, এখনো ফেরেনি জ্ঞান


নিজস্ব প্রতিবেদক মার্চ ৭, ২০২৫, ০৭:০৯ পিএম
ঢামেক হাসপাতালে ভর্তি ধর্ষণের শিকার শিশুটি, এখনো ফেরেনি জ্ঞান

ঢাকা : মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, বুধবার রাত ২টার দিকে মাগুরা সদর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এমন পাশবিকতার শিকার হয় শিশুটি।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে শিশুটির ফুফাতো ভাই সুজন বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের জানিয়েছেন, এখনও জ্ঞান ফেরেনি শিশুটির।

তিনি আরও জানান, শিশুটির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। তার বড় বোনের শ্বশুর বাড়ি মাগুরা সদর নিজনান্দুয়ালি গ্রামে। গত শনিবার বড় বোনের বাসায় বেড়াতে যায় শিশুটি। বুধবার দিবাগত রাত ২টার দিকে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ (৪২) শিশুটিকে ধর্ষণ করে। বড় বোন টের পেলে বড় বোনকে রুমে আটকিয়ে রাখে। শনিবার সকালে বড় বোনের শাশুরি শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। আর বিষয়টি প্রতিবেশীরা তাদের ফোন করে জানান। এরমধ্যে পুলিশ সজিব ও তার বাবা হিটু শেখকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাক মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা ভালো না। এখন পর্যন্ত অচেতন অবস্থায় আছে। তার গলায় আঘাত রয়েছে। তার গলা টিপে ধরা হয়েছিল। বর্তমানে শিশুটি পিআইসিইউতে ভর্তি আছে।

শিশুটির বিষয়ে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো. ছামিদুর রহমান বলেন, শিশুটির অবস্থা স্টেবল আছে। তবে আগামীকাল শনিবার তার বিষয়ে বিস্তারিত বলতে পারব। 

এমটিআই

Wordbridge School
Link copied!