ছবি : প্রতীকী
জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ৬৯ উপসচিবকে সরকারি আদেশে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে পদায়ন করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



পদায়ন প্রক্রিয়ার মাধ্যমে সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসএইচ







































