• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশ পেলো ইউনেস্কোর সভাপতির মর্যাদা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৫, ০৮:৩৭ পিএম
বাংলাদেশ পেলো ইউনেস্কোর সভাপতির মর্যাদা

সংগৃহীত ছবি

ঢাকা: বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে হারিয়ে ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতির দায়িত্বে নির্বাচিত হয়েছে। এটি বাংলাদেশের জন্য এক অনন্য কূটনৈতিক সাফল্য ও সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সংক্রান্ত তথ্য সামাজিক মাধ্যমে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন চলতি বছরের ৩০ অক্টোবর শুরু হবে উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কিত নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ মঞ্চে সভাপতিত্বের দায়িত্ব পাওয়ায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি বাংলাদেশের কূটনৈতিক শক্তি ও সাংস্কৃতিক অর্জনের জন্য বিশেষ সাফল্য।

এসএইচ

Wordbridge School
Link copied!