ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শাখা বিলুপ্ত হওয়ার আশঙ্কায় উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সায়েন্সল্যাব মোড়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। ফলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হন। এ সময় তারা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর অধ্যাদেশ সংশোধনের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলছেন, প্রস্তাবিত অধ্যাদেশটি কার্যকর হলে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট (এইচএসসি) শাখা বিলুপ্ত হয়ে যেতে পারে। এতে করে দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষী শিক্ষা ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে।
এর আগের দিন, সোমবার (১৩ অক্টোবর) একই অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের একটি পদযাত্রা চলাকালে ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটে।
এক শিক্ষার্থী শিক্ষকদের ‘দালাল’ বলায় তাকে কমনরুমে আটকে রাখেন শিক্ষকরা। পরে ওই শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে আসে তার সহপাঠীরা এবং সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এই ঘটনারও তীব্র প্রতিবাদ জানান মঙ্গলবারের অবস্থানরত শিক্ষার্থীরা।
সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচির কারণে ধানমণ্ডি, নিউমার্কেট, কারওয়ান বাজার, শাহবাগ ও কাঁটাবন রুটে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। কর্মস্থলে যাওয়ার পথে অনেকেই আটকে পড়েছেন বাস বা রিকশায়।
দায়িত্বরত পুলিশ বলছে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের রাস্তা ছেড়ে কলেজ চত্বরে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এখনো কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
এম







































