• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে দাবি আদায় করতে চান শিক্ষকরা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২৫, ০৫:৫৫ পিএম
‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে দাবি আদায় করতে চান শিক্ষকরা

ছবি: সোনালীনিউজ

ঢাকা: বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আগামীকাল বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে শাহবাগ ব্লকেড কর্মসূচিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, তিন ঘণ্টা ধরে শাহবাগ ব্লকেড করে রেখেছি। আমাদের সঙ্গে কথা বলতে সরকারের প্রতিনিধি দল এসেছে। পূর্ণ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে লাশ হয়ে ফিরলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি আরও জানান, গত চার দিন ধরে আন্দোলন চলছে। সরকারের প্রতিনিধিরা তিন দফা নিয়ে আলোচনা করেছেন। তাঁরা ১০ শতাংশ বাড়িভাড়ার প্রস্তাব দিয়েছিলেন, যা শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, পূর্ণ দাবি মেনে প্রজ্ঞাপন জারি করতে হবে।

শিক্ষক নেতা জানান, সারাদেশের শিক্ষকরা আন্দোলনে যোগ দিয়েছেন। আগামীকাল বিভিন্ন স্কুলে নির্ধারিত পরীক্ষা সম্পূর্ণভাবে বর্জন করা হবে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আমরণ অনশন করে সরকারকে চাপ প্রয়োগ করা হবে।

এসএইচ

Wordbridge School
Link copied!