ফাইল ছবি
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকার রাজনৈতিক প্রক্রিয়ায় আর সরাসরি হস্তক্ষেপ করবে না। আগামী দিনে রাজনৈতিক দলগুলো নিজ উদ্যোগে আলোচনা করে একক ও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা করছে সরকার।
সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই বহু আলোচনা আয়োজন করেছি। সরকার এখন আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। আশা করছি, রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনার মাধ্যমে আমাদের জন্য একটি সুসংহত নির্দেশনা তৈরি করবে।”
ড. আসিফ নজরুল বলেন, “ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো বিগত ১৫ বছর ধরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজ উদ্যোগে নিয়েছে। তারা প্রতিকূল পরিস্থিতিতেও একত্রিত হয়ে আন্দোলন করেছে এবং অনেক সময় নির্যাতনের মুখোমুখি হয়েছে। তাদের অভিজ্ঞতা থেকে আমরা প্রত্যাশা করি, তারা এই উদ্যোগ গ্রহণ করবে।”
তিনি আরও উল্লেখ করেন, “গতকালই আমি দেখেছি, একটি দল ইতোমধ্যে আলোচনা আহ্বান করেছে। আমরা সেটিকে স্বাগত জানাই এবং আশা করি, এতে দেশীয় রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন দিকনির্দেশনা আসবে।”
এম







































