ছবি: সংগৃহীত
রাজধানীতে আবারও বাসে আগুন-এমন দৃশ্য বাংলাদেশে নতুন নয়। রাজনৈতিক উত্তেজনা বাড়লেই হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে শহরের রাস্তা। সোমবার রাতে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এর আগে একই দিনে ভোরে মেরুলবাড্ডা ও শাহজাদপুরে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৭টার দিকে ধানমন্ডির আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল, তাও নিশ্চিত করা যায়নি।
স্থানীয়রা জানান, বাসটির পাশ দিয়ে কয়েকজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরই বাসে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এটি নিছক দুর্ঘটনা নয়।
এর আগে মেরুলবাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসেও একইভাবে আগুন দেওয়া হয়। পাশাপাশি রাজধানীর মিরপুরসহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
এদিকে, সাম্প্রতিক ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনাসহ একাধিক ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর এই জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতায় জড়িতদের ধরতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে যৌথ অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি শহরের সব গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এক দিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন ও বিস্ফোরণের এসব ঘটনা নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশে আগেও এমন আগুন সন্ত্রাসের দৃশ্য দেখা গেছে। রাজনৈতিক অস্থিরতার সময় গণপরিবহন ও জনসমাগমে আগুন দেওয়ার ঘটনা নতুন নয়। এবারও সামনে নির্বাচনকে ঘিরে রাজধানীতে হঠাৎ আগুনের এই ধারাবাহিকতা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।
এসএইচ







































