• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

র‍্যাবের জন্য ১৬৩ গাড়ি কেনার সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৮, ২০২৬, ০৯:৫৬ এএম
র‍্যাবের জন্য ১৬৩ গাড়ি কেনার সিদ্ধান্ত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আভিযানিক সক্ষমতা বাড়াতে ১৬৩টি নতুন যানবাহন কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনার প্রস্তাব অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রস্তাব উত্থাপন করে। বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রস্তাবিত ১৬৩টি গাড়ির মধ্যে রয়েছে ৩টি জিপ, ১০০টি টহল পিকআপ এবং ৬০টি শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাস। তবে নির্ধারিত সময়ের কারণে আগামী ১২ ফেব্রুয়ারির আগে এসব যানবাহন কেনা সম্ভব নয়। ফলে পরবর্তী সরকার এসে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে এসব যানবাহন কেনার অর্থ ব্যয় করা হবে। ‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ক্রয় কার্যক্রম বাস্তবায়িত হবে। আগে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার পরিকল্পনা থাকলেও তা পরিবর্তন করে সরাসরি ক্রয় পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, প্রকল্পটি ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার গ্রহণ করে। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩৪ কোটি টাকা। পরবর্তীতে ২০৭ কোটি টাকা কমিয়ে প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়, ফলে সংশোধিত ব্যয় দাঁড়ায় ৮২৭ কোটি টাকা।

এই প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৫৭০টি বিভিন্ন ধরনের যানবাহন ও ১৩১টি সরঞ্জাম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮০৯টি যানবাহন এবং ১০১টি সরঞ্জাম কেনা সম্পন্ন হয়েছে।

সূত্র জানায়, কেনা হতে যাওয়া জিপগুলোর ইঞ্জিন ক্ষমতা হবে ২ হাজার ৫০০ সিসি। প্রতিটি জিপের সম্ভাব্য বাজারমূল্য দেড় কোটি টাকার কাছাকাছি। পাশাপাশি পেট্রলচালিত জিপের বর্তমান বাজারদর প্রায় ৬৪ লাখ টাকা এবং শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাসের দাম প্রায় ৪৮ লাখ টাকা বলে জানা গেছে।

এম

Wordbridge School
Link copied!