ফাইল ছবি
ঢাকা: মনোনয়ন ফরম সংগ্রহের সময় বৃদ্ধি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়নপ্রত্যাশীরা। এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিল।
দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যারা এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করতে ইচ্ছুক তারা আগামী ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করতে পারবেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে অথবা ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে।
যেভাবে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে
অনলাইনে আবেদনের পদ্ধতি- যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।
আর সরাসরি আবেদনের ক্ষেত্রে–মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে দুইভাবে।
সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়। এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে।
পিএস







































