• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক 


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২৫, ০৯:২১ পিএম
রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক 

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর একটি কারওয়ান বাজারে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় মেট্রো স্টেশনের নিচের এলাকায় মানুষজন আতঙ্কিত হয়ে ছুটে যান।

স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দমকল ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের কারণ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী ও যাত্রীরা বলেন, হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকা ধুলো-বালি ও আতঙ্কে ভরে গেছে। স্থানীয় মানুষজন নিরাপদ স্থানে চলে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।

আগামীকাল শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীসহ দেশের নানা স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ফলে রাজধানীর জনজীবনে অনেকটা প্রভাব পড়েছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস হলেও অনেকটা ফাঁকা ছিল রাস্তাঘাট।  

তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো মূল্যে নাশকতা রোধে কাজ করছে পুলিশ। নাশকতাকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, যেকোনো মূল্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড তারা রোধ করবেন। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোসহ নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএমপি।

এসএইচ 

Wordbridge School
Link copied!