• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফশিল ঘোষণা সম্ভব: আশা সিইসি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২৫, ১১:৫৪ এএম
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফশিল ঘোষণা সম্ভব: আশা সিইসি

১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশের সময় ঘনিয়ে এসেছে। নির্বাচন কমিশন আশা করছে, চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ভোটের তফশিল ঘোষণা করা সম্ভব হবে। শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।

গণভোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গণভোট নিয়ে এখনো বিস্তৃত প্রচার শুরু হয়নি। তবে খুব শিগগিরই সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে বৃহৎ পরিসরে প্রচারণা চালাবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সিইসির মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতে খুব ইতিবাচক ছিল না, তবে বর্তমানে আগের তুলনায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি জানান, পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

চুরি-ছিনতাইয়ের মতো যেসব ঘটনা ঘটছে, সেগুলোকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন। সিইসির আশা—ভোটের আগে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।

মক ভোটিং আয়োজনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিইসি বলেন, গত ১৫ বছরে অনেক ভোটারই সঠিকভাবে ভোটদান প্রক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ পাননি। তাই জনগণকে ভোট দেওয়ার ধাপগুলো বুঝতে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এম

Wordbridge School
Link copied!