• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৫, ১১:১২ এএম
সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।  এতে নিউমার্কেট এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর স্কুলিং মডেল নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের শত বছরের ঐতিহ্য, স্বকীয়তা ও পরিচিতি নতুন কাঠামোর কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দাবি করেন, শিক্ষার্থীদের মতামত না নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ অন্তর্ভুক্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, নতুন বিশ্ববিদ্যালয় গঠনের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর অতিরিক্ত চাপ হ্রাস করা হবে। ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি কলেজগুলোর অংশীজনদের মতামত সংগ্রহ করেছে এবং বর্তমানে সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ আকারে আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে।

এম

Wordbridge School
Link copied!