• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:৫৭ পিএম
নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা

ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ায় বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের কোনো ধরনের দায়িত্ব রাখা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোট ও ভোটের আগে-পরে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে কমিশনার এই তথ্য জানান। তিনি বলেন, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পাবেন শুধুমাত্র সরকারি ও আধাসরকারি ব্যাংকের কর্মকর্তারা।

কমিশনার আরও জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। ভোটের আগের রাতে ব্যালট কেন্দ্রে পৌঁছানো হবে এবং সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে।

নির্বাচন কমিশন আশা করছে, এসব পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের সময় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত হবে।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!