• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হ্যান্ডকাফ-শেকলে বেঁধে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৫০ পিএম
হ্যান্ডকাফ-শেকলে বেঁধে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র আবারও বিশেষ ফ্লাইটে ৩১ জন বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একটি মার্কিন সামরিক চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নামার পর ব্র্যাকের প্রতিনিধিরা তাদের জরুরি সহায়তা ও পরিবহনের ব্যবস্থা করে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নোয়াখালী জেলার বাসিন্দা; এছাড়া সিলেট, ফেনী, শরিয়তপুর, কুমিল্লা ও আরও কয়েকটি জেলার মানুষ রয়েছেন।

ফেরতপ্রাপ্তদের দাবি, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা তাদের হাতে হ্যান্ডকাফ ও পায়ে শেকল বেঁধে রাখা হয়। ঢাকায় পৌঁছানোর পরই তাদের মুক্ত করা হয়। চলতি বছরই এর আগেও ২২৬ বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র, যাদের অনেককেই একইভাবে শেকলমুক্ত অবস্থায় দেশে ফিরতে হয়েছে।

ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে অন্তত সাতজন বিএমইটির ছাড়পত্র নিয়ে বৈধভাবে ব্রাজিল গিয়েছিলেন। পরে তারা মেক্সিকো সীমান্ত পথে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করেন এবং সেখানেই আটক হন। যুক্তরাষ্ট্রে থাকার আবেদন করলেও আইনি প্রক্রিয়া শেষে তাদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তিনি বলেন, “নথিহীন কাউকে ফেরত পাঠানো যুক্তরাষ্ট্রের নিয়ম। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা হাত-পায়ে শৃঙ্খল পরিয়ে রাখা অমানবিক আচরণ। ব্রাজিলে কাজের নামে পাঠানো অনেকেই আসলে দালালের হাতে পড়ে যুক্তরাষ্ট্রে অবৈধ পথে প্রবেশের চেষ্টা করছেন। লাখ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত ফিরতে হচ্ছে খালি হাতে।”

শরিফুল হাসান আরও বলেন, ব্রাজিলে শ্রমিক পাঠানোর অনুমতি দেওয়ার আগে আবারও সরকারকে সতর্ক হওয়া জরুরি। যেসব এজেন্সি এই প্রক্রিয়ায় জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পুনরায় জোরদার হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নথিপত্রহীন অভিবাসীদের চার্টার্ড বা সামরিক ফ্লাইটে ফেরত পাঠানো হচ্ছে।

এ বছরই নভেম্বরে এক ফ্লাইটে ৩৯ জন এবং জুনে ৪২ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত একাধিক দফায় আরও অন্তত ৩৪ জনকে ফেরত পাঠানো হয়। চলতি বছরের শেষ প্রান্তিক পর্যন্ত মোট ফেরতপ্রাপ্ত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২২০ জনে।


যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করলে আদালতের আদেশ বা অভিবাসন কর্তৃপক্ষ আইসিই যে কোনো সময় সংশ্লিষ্ট বিদেশিকে তার দেশে ফেরত পাঠাতে পারে। আশ্রয়ের আবেদন বাতিল হলে প্রত্যাবাসন দ্রুত করতে সামরিক ও চার্টার্ড ফ্লাইটের ব্যবহার সাম্প্রতিক সময়ে বেড়েছে।

এম

Wordbridge School
Link copied!