• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেল নিয়ে হতাশা আরও গভীর হলো, নতুন করে যা জানা গেল


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৫, ১০:৪৫ এএম
পে স্কেল নিয়ে হতাশা আরও গভীর হলো, নতুন করে যা জানা গেল

নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে। একাধিকবার আলোচনা, কমিশন গঠন ও আশ্বাসের পরও পে স্কেল গেজেট প্রকাশ না হওয়ায় হতাশা আরও গভীর হয়েছে।

এই পরিস্থিতিতে পূর্বঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটি জানিয়েছে, আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা থাকলেও তা স্থগিত রেখে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ঐক্য পরিষদের নেতারা বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। পাশাপাশি ১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ না দেখা গেলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা শহীদ ওসমান হাদির অবদান স্মরণ করে বলেন, তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তার আদর্শ অনুসরণ করেই সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার আন্দোলন অব্যাহত রাখবেন।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম

Wordbridge School
Link copied!